কড়ানজর প্রতিবেদকঃ
সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জের বহরমপুরের মো. আলাউদ্দিন, চুনারুঘাটের শ্রীবাউড়ের অটোরিকশাচালক আব্দুল আহাদ, তার স্ত্রী হনুফা বেগম, একই গ্রামের মো. স্বপন, রাহেলা বেগম ও সোহাগ মিয়া।
পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী একটি সিএনজি অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নছরতপুর নামক স্থানে পৌঁছালে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এর মধ্যে দুই জন নারী ও চার জন পুরুষ।