কড়া নজর প্রতিবেদকঃ
বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে গাজীপুরের কাপাসিয়ায় গোঁসাইগাঁও মাঝির ঘাট শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের তিন দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাইজ উদ্দিন (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাবহ এলাকার বোরহান উদ্দিনের ছেলে। গত সোমবার [৩০ অগাস্ট] থেকে তিনি নিখোঁজ ছিলেন।
কাপাসিয়া থানার এসআই মো. এনায়েত কবীর জানান, গত সোমবার গ্রামের বাড়ি শ্রীপুর থেকে ময়মনসিংহের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন ফাইজ উদ্দিন।
“বৃহস্পতিবার রাতে কাপাসিয়ার গোঁসাইগাঁও মাঝির ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।”
এসআই এনায়েত কবীর জানান, খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে নদী থেকে ভাসমান অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বাবা লাশটি শনাক্ত করেছেন।