কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরের কাপাসিয়ায় টিভি লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাত পুড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকটির শম্ভু চন্দ্র (৩৭)। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের নাকাসিনি গ্রামের নিরঞ্জন চন্দ্রের বাড়িতে।
বুধবার (০৪ আগস্ট) সকাল ৭টায় টিভি দেখার জন্য সুইচ বারবার অন করলেও টিভি চালু হচ্ছিল না। সেজন্য ডিশ লাইনে কোনো সমস্যা আছে কি-না তা পরখ করছিলেন। বারবার চেষ্টা করেও টিভির সংযোগ দিতে পারছিলেন না। এমন সময় বৈদ্যুতিক তারের সঙ্গে ডিশ লাইনের সংযোগ হওয়ায় বাম হাত পুড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।