কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে কাপাসিয়া উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম মমতাজ বেগম (৩০)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে উপজেলার রায়েদ এলাকা থেকে লাশ উদ্ধার করেন পুলিশ।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, “বুধবার রাতে খাবার খেয়ে তিন সন্তানকে নিয়ে একই ঘরে ঘুমাতে যান মমতাজ ও ইউসুফ। রাত দেড়টার দিকে মমতাজের গোঙানির শব্দ পেয়ে সন্তানদের ঘুম ভাঙে। এ সময় পরে তারার মায়ের গলায় ছুরি আঘাতের ক্ষত চিহ্ন দেখতে পায়।
“পরে মমতাজকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মমতাজের ঘরের টেবিল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মনিরুজ্জামান।