কড়ানজর প্রতিবেদকঃ
রবিবার (২৫ জুলাই) কানাডার স্থানীয় সময় রাত পৌনে ১০ টায় কানাডার কুইবেক প্রদেশের গ্যাতিনিউ নদীতে নিঁখোজ বাংলাদেশি শিক্ষার্থী নাজিব সাদেক চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিখোঁজের নয় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজিব অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা কাতারে চাকরি করেন এবং সেখানেই পরিবারের সাথেই তিনি থাকতেন।
গণমাধ্যম থেকে জানা যায়, রবিবার দুপুরে কুইবেকের ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে গ্যাতিনিউ নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গেলে নাজিব নিঁখোজ হন। পরবর্তীতে তাকে উদ্ধারের জন্য প্রথমে গ্যাতিনিউ পুলিশ ও পরে কুইবেক ও অন্টারিও পুলিশের বিশেষ ডুবুরি ও হেলিকপ্টার দল তল্লাশি শুরু করে।