কড়ানজর প্রতিবেদকঃ
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৬৫) নামক এক রোগীর মৃত্যু হয়েছে। এতে শোকাহত স্ত্রী ছুরি হাতে নিয়ে হাসপাতালের ডাক্তার ও নার্সসহ অন্য রোগী-স্বজনদেরকে ১০-১৫ মিনিট ধরে ধাওয়া করে এক সময় নিজেই জ্ঞান হারিয়ে হাসপাতালের ফ্লোরে লুটিয়ে পড়েন। ঘটনাটি শুক্রবার (৬ আগস্ট) দুপুরে আইসোলেশন ওয়ার্ডে ঘটে। নিহত দোলোয়ার হোসেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে।
পরে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিণ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে অজ্ঞান অবস্থায় দেখতে পান।
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনায় আক্রান্ত স্বামীকে নিয়ে তিন-চার দিন ধরে স্ত্রী কুলসুম বেগম হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। কোনো আত্মীয় স্বজন খোঁজ না নেওয়ায় নিহতের স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিহত দেলোয়ার হোসেনের অক্সিজেন লেভেলও অনেকটা কম ছিল।
তারা আরো জানান, শুক্রবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় করোনা ওয়ার্ডেই মারা যান দেলোয়ার। চোখের সামনে স্বামীর এমন মৃত্যুর দৃশ্য দেখে স্ত্রী মানসিকভাবে আঘাতে পেয়ে মানসিকভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তিনি একটি ছুরি নিয়ে ডাক্তার ও নার্সদের ধাওয়া করেন। একইসাথে হাসপাতালে থাকা অন্য রোগীর স্বজনদেরকেও ছুরি উঠিয়ে ভয় দেখান তিনি। তবে কেউ আহত হয়নি। প্রায় ১৫ মিনিট ধরে ছুরি নিয়ে এমন ধাওয়া করে এক সময় নিজেই জ্ঞান হারিয়ে পড়ে যান কুলসুম।