
কমলাপুরে টিটিপাড়া বস্তিতে আগুন
রাজধানীর কমলাপুরে টিটিপাড়া মেথর পট্টির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টা চালাচ্ছে। শুক্রবার দিবাগত রাত রাত ১টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অপারেটর জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ অগ্নিকান্ডে ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।