কড়া নজর প্রতিবেদক
কক্সবাজারে একজন রিকশাচালককে অমানবিক মারধর করে একদল কুলাঙ্গার। ভাড়া বেশি দাবি করেছেন; এই হলো রিকশাচালকের অপরাধ। বার্মিজ মার্কেট থেকে রেঙ্গুন যাওয়ার ভাড়া ২০০ টাকা দাবি করেছিল আব্দুস শুক্কুর। এরপর পাশবিক নির্যাতন করে তার সঙ্গে থাকা ৩২০ টাকাও কেড়ে নেয় কুলাঙ্গাররা। পথ চলতি অসংখ্য মানুষ এ দৃশ্য ‘উপভোগ’ করেন।