কড়া নজর প্রতিবেদকঃ
আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, এ বছর এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। বাকিদের ক্লাস হবে সপ্তাহে একদিন।
রবিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডা. দীপু মনি বলেন, ২০২১-২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা প্রত্যেক দিন বিদ্যালয়ে যাবেন। এছাড়া অন্যান্য ক্লাস একদিন চলবে। একইভাবে প্রাথমিকের পঞ্চম শ্রেণি প্রতিদিন এবং অন্যান্য ক্লাস সপ্তাহে একদিন চলবে।
তিনি বলেন, পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়বে। স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে তবে স্কুলে আপাতত কোনও অ্যাসেম্বলি হবে না।