কড়া নজর প্রতিবেদকঃ
ইন্দোনেশিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) ভোরে ইন্দোনেশিয়ার বান্টেন প্রদেশের একটি কারাগারের জনবহুল ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের যে ব্লকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করছিল। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন বন্দি।
ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দপ্তরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানান, বুধবার গভীর রাত ১টা থেকে ২টার মধ্যে বান্টেন প্রদেশের টাঙ্গেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।
তিনি আরো জানান “মাদক সংক্রান্ত অপরাধের জন্য ওই কারাগারের ব্লক সিতে বন্দিদের রাখা হয়েছিল এবং সেখানে মোট ১২২ জনের অবস্থানের মতো স্থান ছিল।”
তবে আগুন লাগার সময় সেখানে কতজন লোক ছিলেন তা বলেননি তিনি। তবে নিশ্চিত করেছেন যে কারাগারটির ওই ব্লকে ধারণ ক্ষমতার চেয়ে অধিক কয়েদি ছিল।
ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস গণমাধ্যমকে জানান“বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ৭৩ জন হালকা আহত হয়েছে।”