কড়ানজর প্রতিবেদকঃ
উত্তর আলজেরিয়ার বনভূমিতে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। বুধবার (১০ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জানা যায়, দেশের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলে ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে।
আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সরকার ইতোমধ্যে সেনা মোতায়েন করেছে। দাবানলে ২৮ জন সৈন্যের মৃত্যু হয়েছে এবং ১২ জন পুড়ে গুরুতর আহত হয়েছে।
দাবানলের ফলে পাহাড়ী কাবিলি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাবিলি অঞ্চলের বৃহত্তম জেলা টিজি উজুতে ঘরবাড়ি পুড়ে গেছে এবং বাসিন্দারা আশেপাশের শহরগুলোতে হোটেল, হোস্টেল এবং বিশ্ববিদ্যালয়ের আবাসনে আশ্রয় নিয়েছে।
সোমবার থেকে উত্তর আলজেরিয়া জুড়ে পৃথক দাবানল ছড়িয়ে পড়ে এবং মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলজদাউদ কোনো প্রমাণ ছাড়াই অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আগুন জ্বালানোর অভিযোগ আনেন।