কড়ানজর প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে (৩০ জুলাই) কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়। বিশেষ ক্ষমতা আইনে পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি (নম্বর-২৮, তারিখ ৩০/০৭/২১) দায়ের করেন।
এর আগে, রাতে শহরের আখড়া বাজার ব্রিজের পাশে সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে ম্যুরালটি দুর্বৃত্তরা ভাঙচুর করে।
এদিকে ভাঙচুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ম্যুরালটি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।