কড়ানজর প্রতিবেদকঃ
কুমিল্লায় স্বামীর নির্মম নির্যাতনে ৮ মাসের এক অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা ওই গৃহবধূর স্বামী বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (২৫ জুলাই) রাতে নগরীর ১৬ নং ওয়ার্ডের টিকছর এলাকায় ওই ঘটনা ঘটে। গ্রেফতার বিল্লাল একই এলাকার বারেক মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, পিংকি আক্তার সৌদি আরব ও ওমানে শ্রমিকের কাজ করে দেশে ফেরার পর ৪ বছর আগে প্রেম করে করে ট্রাক্টর চালক বিল্লাল হোসেনকে বিয়ে করেন। বিল্লাল এর আগে একাধিক বিয়ে করেছিল সে তথ্যও গোপন রেখেছিল। বিয়ের পর থেকে প্রায়ই সে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো। ইতিপূর্বে সে একাধিকবার তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করে। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়।
শুক্রবার রাতে আবারো যৌতুকের জন্য বিল্লাল হোসেন তার স্ত্রীকে আবারও মারধর করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর গভীর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রেহেনা বেগম বাদী হয়ে স্বামী বিল্লাল হোসেনকে আসামি করে শনিবার (২৬ জুলাই) মামলা দায়ের করেন।